নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

আজাদী ডেস্ক | শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিস : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। সভাপতি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতার রূপকার বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কোচেয়ারম্যান, মোরশেদুল হাসান। আলোচনা সভা শেষে চট্টগ্রাম শহীদ মিনারে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।

বন্দর থানা আওয়ামী লীগ : মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষ্যে বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ফকির হাট মেট্রো প্লাজায় থানা আওয়ামী লীগের সভাপতি মো. সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াছ।

হাটহাজারী কলেজ : উত্তর চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী সরকারি কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস২০২৪ উদযাপিত হয়েছে। ওই দিন সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপের সদস্যদের শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ দিনের কর্মসূচীর সূচনা করেন। পরে অধ্যক্ষ কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদসহ শিক্ষককর্মচারী এবং ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে বীর বাঙালির অহংকার মুক্তিযুদ্ধের শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পূষ্পার্ঘ অর্পন করেন। এরপর কলেজ শিক্ষ পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল আহসান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু ও স্বাধীনতার বীজমন্ত্রের আদর্শে উজ্জীবীত হয়ে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন মাতৃভূমি বাংলার উন্নতি বিধানে আত্মনিয়োগ করার আহবান জানান। কলেজের প্রভাষক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ গুল মোহাম্মদ। এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবু মুছা মো. মামুন ও সহকারী অধ্যাপক কাজী মো. জয়নুল আবেদীন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় সহকারী অধ্যাপক মনজুর আলী তালুকদার দোয়া মাহফিল পরিচালনা করেন।

এবি পার্টি চট্টগ্রাম মহানগর : এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগর সদস্য সচিব এডভোকেট আবুল কাশেম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব শহিদুল ইসলাম বাবুল, সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী, যুবনেতা জসিম উদ্দিন, মোহাম্মদ জাবেদ, সবুজ, জোনায়েদ, জাহিদ প্রমুখ। পরে প্রেসক্লাবের সামনে এবি পার্টি নেতৃবৃন্দ গণমানুষের মাঝে ইফতার বিতরণ করেন।

সামাজিক সংগঠন শিকড় : গত ২৬ মার্চ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় অরাজনৈতিক সামাজিক সংগঠন শিকড় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার বিতরণ অনুষ্ঠান নগরীর জিইসি মোড়ে সংগঠনের সভাপতি সাদেক এহতেশাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাওইদ আলী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সমাজসেবক রোটারিয়ান মোহাম্মদ একরাম উল্লাহ চৌধুরী, জাফর আল তানিয়ার, যুবলীগ নেতা মোহাম্মদ আসাদুল হক আসাদ, মুহাম্মদ জাহিদুল আলম সওদাগর, শিবলী মাহমুদ প্রমুখ।

ফতেয়াবাদ মহাকালী বালিকা বিদ্যালয় : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বেলা ১১ টায় মহান স্বাধীনতা দিবসের এক আলোচনা সভা প্রধান শিক্ষক সুনীল কান্তি দে সভাপতিত্বে সমর রায় নাথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন লায়ন রিমন কান্তি মুহুরী, সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী নাথ, জলি পারিয়াল, জগন্নাথ চন্দ্র দাস, সুদীপ্ত চৌধুরী, সাকী দেব, ইমাম হোসেন, স্বাতী শীল, রুজি দাশ, জয়শ্রী কুন্ড, লিজা, অনিমেষ দাশ, নিরুপন সেন প্রমুখ।

মরহুম আবু তালেব চৌধুরী ফাউন্ডেশন : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মরহুম আবু তালেব চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ও শেখ রাসেল স্মৃতি সংসদের সার্বিক সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয়। মরহুম আবু তালেব চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু মো. রাশেদ চৌধুরীর সভাপতিত্বে ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আফজাল হোসেন আজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু মো. আবছার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মশিউর রহমান রোকন, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক ভট্টাচার্য, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফজলে আজিজ বাবুল, ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড এড. তপন কুমার দাশ, ওমর ফারুক, প্রকাশ জৈন, সাধন দাশ, মোস্তাকিম রাসেল, সাজ্জাদ হোসেন মানিক, শাওন দাশ বাপ্পু, সৌরভ দেওয়ানজী, ইমরান হোসেন, আনাস প্রমুখ। প্রতিযোগিতায় প্রায় ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। ৪টি বিভাগের মধ্যে ‘ক’ বিভাগে ১ম স্থান মাহিয়া তাবাসসুম, ‘খ’ বিভাগে ১ম স্থান সৌমেন চৌধুরী, ‘গ’ বিভাগে ১ম স্থান অবৃন্তা দাশ, ‘ঘ’ বিভাগে রুদ্রজয় দাশ বিজয়ী হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পুরস্কার প্রদান হয়।

কাফকো স্কুল এন্ড কলেজ : কাফকো স্কুল এন্ড কলেজের উদ্যোগে উপাধ্যক্ষ সমীরণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাফকোর সিইও মোহাম্মদ আবদুল্লাহ ফারুক। বিশেষ অতিথি ছিলেন জিএম এডমিন এএসএম আলমগীর রহমান, খাইরুল ইসলাম ও মহসীন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাসির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করে ছাত্রী মাধুর্য ও মৌবনী।

রাউজান নোয়াপাড়া : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাউজান নোয়াপাড়া ‘আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ‘বন্ধু মহল: মানবতার সেবায় আমরা’ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক কলামিস্ট ড. মুহম্মদ মাসুম চৌধুরী, বিশেষ অতিথি মো: রেজাউল করিম বাবু, উপস্থাপনা করেন মো: ইব্রাহিম খলিল, বক্তব্য রাখেন উপদেষ্টা তারেকুল ইসলাম বিপু, আবু হানিফ তাপস, মনিরুল ইসলাম, সাহিন ভুঁইয়া, সাইফুল ইসলাম সুমন, মো: মিজানুর রহমান, মো: রিপন চৌধুরী, তানভীর ইসলাম, নাজিম উদ্দীন সাভেয়ার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা সৈকতে প্রকৃত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি
পরবর্তী নিবন্ধসোয়াত জাহাজ প্রতিরোধ দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান