বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মত প্রবাসেও অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের (বেইন) কার্যকরী পরিষদ। মেগ্লিন হাই স্কুলের অডিটোরিয়ামে গত ২২ ফেব্রুয়ারি বেইনে–র উদ্যোগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে স্বতঃস্ফূর্তভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটি পরিবার–পরিজনসহ স্বতঃস্ফূর্তভাবে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন। মঞ্চের একপাশে নির্মিত শহীদ মিনার বেদিতে প্রবাসের বিভিন্ন সংগঠন ও নতুন প্রজন্ম রা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের শুরুতে বেইন কার্যকরী কমিটির সাংস্কৃতিক সম্পাদিকা রেহানা পারভীন ইতি সূচনা বক্তব্য রাখেন। এরপর বক্তব্য রাখেন বেইনের বর্তমান সভাপতি মাহাবুব–ই–খোদা (খোকা)। এছাড়া আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি ড. বামন দাস বসু, সাবেক সভাপতি কাজী নুরুজ্জামান, সাবেক সহসভাপতি বদরে আলম সাইফুল, সাবেক সাধারণ সম্পাদক নাহিদ সেতারা, বেইনের বর্তমান কার্যকরী পরিষদের সহসভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক আশিকুর রহমান, মিডিয়া সম্পাদক পংকজ দাস, সহসাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী রহমান। এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা ‘ভাষাবীর’ পাঠ করেন কবি জহিরুল ভূঁইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবৃত্তিকার ইসরাত সাইরা মুন।
উত্তর জেলা এলডিপি : একুশে ফেব্রুয়ারি উপলক্ষে উত্তর জেলা এলডিপির উদ্যোগে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সদস্য ফজলুল কাদের তালুকদারের সভাপতিত্বে ও সহ–সাধারণ সম্পাদক জসীম উদ্দীনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক এসএম নিজাম উদ্দিন, এলডিপি নেতা এস এম আবুল হোসেন আবু, মো. নুরুল আমিন, মো. নাসির, মো. মোস্তফা, মো. জুনায়েদ, মোহাম্মদ রাসেল, মো. কাইয়ুম উদ্দিন, মোহাম্মদ এমরান ফারুকী, এস এম আবুল কালাম আজাদ, মো. রাশেদ প্রমুখ।