নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

আজাদী ডেস্ক | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস২০২৪ উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উদ্যোগে ‘শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ বিষয়ে এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামীমা হারুন লুবনা এমপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, প্রফেসর ডা. এ এস এম মোস্তাক আহমেদ ও হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক। অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে উপপরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক (গ্যাষ্ট্রোএন্টারলজি ও পুষ্টি) ডা. মো. আনোয়ারুল আজিম। বক্তব্য রাখেন ডা. কামরুন নাহার দস্তগীর, মোহাম্মদ সাগির, প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ডা. সঞ্জয় কান্তি প্রফেসর ডা. গুলশান আরা বেগম। প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুদের প্রতি অগাধ ভালোবাসার কথা উল্লেখ পূর্বক জাতির জনকের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে কাজ সম্পন্ন করার আহবান জানান। তিনি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠাসহ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চলমান উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করে অতীতের মতো ভবিষ্যতেও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পাশে থেকে সহযোগিতা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন আবদুল মান্নান রানা, মো. হারুন ইউসুফ, ডা. ফজল করিম বাবুল, প্রফেসর মো. জালাল উদ্দিন, প্রফেসর আবদুল কাইয়ুম চৌধুরী, প্রফেসর ডা. শাহেদা খানম, প্রফেসর মোজাম্মেল হক শরিফি, প্রফেসর আসমা মোস্তফা, প্রফেসর রোজিনা হক, প্রফেসর বাবুল ওসমান চৌধুরী, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. চিম্নয় বৈদ্য, নার্সিং কলেজের অধ্যক্ষ স্মৃতি রানি ঘোষ, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ঝিনু রানি দাশ প্রমুখ।

কোয়েপাড়া খেলাঘর : রাউজান, কোয়েপাড়া মুক্তিতীর্থ খেলাঘর আসরের উদ্যোগে জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় পল্লী সেবা সংঘ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি ছিলেন খেলাঘর উত্তর জেলার সাধারণ সম্পাদক শোভন সেনগুপ্ত, সদস্য সঞ্জিত নন্দী। উজ্জ্বল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করেন ঐশী সেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন আসরের সাধারণ সম্পাদক অসিত নন্দী। এরপর সানু সেনগুপ্ত এর নির্দেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ, নৃত্য ও সংগীত পরিবেশন করে অংকিতা, ঈশা, কঙ্কণ, অরণ্য, আদিত্য, অর্পন, অপরাজিতা, অনন্যা, অনুপম, শ্রুতি, প্রাচুর্য্য, আরোহী, তৃষাম, তুর্জয়, পুষ্পা, অর্নি, অর্ক, অংশু, অন্বেষণ, অনন্যা, আদিত্য, ইন্দ্রনীল, নীলাদ্রী, স্বপ্ন, জবা, তুর্না, পূর্ণতা, শ্রাবণী, পুষ্পিতা, রুপ্পী মহাজন। তবলায় ছিল সৌম্যদীপ নন্দী ও দীপন দেব।

বরমা কলেজ : চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য বলরাম চক্রবর্তী, সদস্য এস এম সেলিম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. খালেদুর রহমান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল মালেক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আলী। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক মুহাম্মদ আবু তৈয়ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক রবিউল ইসলাম শিশির। পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক স্কোয়াডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি : সিবিইউএফটিতে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ঞঈঞ বিভাগের বিভাগীয় প্রধান অভিমিশ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্‌ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈইটঋঞ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: ওবায়দুল করিম বলেন, বঙ্গবন্ধুর জন্মের মাধ্যমে একটি বিপ্লবের জন্ম হয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সময়কে অনুধাবন করে যথাসময়ে যথার্ত বিপ্লবী ভুমিকা পালন করেছেন বলেই তিনি স্বাধীনতার অভিসংবাদিত নেতা হতে পেরেছেন আর তাঁর হাত ধরেই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম এ বাংলাদেশ। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পাওয়াটা অসম্ভব ছিল। মানুষের অধিকার প্রতিষ্ঠাও সম্ভব হতো না। এতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডীনসহ, শিক্ষককর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনার পূর্বে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

মহানগর উত্তর ও দক্ষিণ জেলা তাঁতীলীগ: জাতির পিতা জাতীয় শিশু দিবস উপলক্ষে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা তাঁতী লীগের উদ্যোগে আলোচনা সভা গত ১৭ মার্চ আন্দরকিল্লাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল আমিন মানিক। উপস্থিত ছিলেন ]দিদারুল আলম দিদার, রত্নাকর দাশ টুনু, মমতাজ উদ্দীন আহামদ, উত্তর জেলা তাঁতী লীগের সদস্য সচিব রূপক কান্তি দেব (অপু), শ্রীপ্রকাশ দাশ অসিত, প্রকৌশলী দীপংকর দাশ, পরিমল দেব, হিল্লোল সেন উজ্জ্বল, নুর মোহাম্মদ সেলিম, শহিদুল ইসলাম জীবন, রাজশ্রী চৌধুরী, সুলাল শীল, যীশু তালুকদার, জয়নাল আবেদীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহজ্বযাত্রীর কল্যাণে পাহাড়তলী হাজী ক্যাম্প চালু করা হোক
পরবর্তী নিবন্ধবাঁশখালীর বৈলছ‌ড়িতে অ‌গ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই