নাট্যশিল্পী ও নাট্য পরিচালক দীপক বৈদ্য পরলোকগমন করেছেন। গতকাল সোমবার ভোর রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গতকাল সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহটি নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এসময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দীপক বৈদ্যের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে নিজ বাড়ি সাতকানিয়ায় তাকে দাহ করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম নাট্য শিল্পী কল্যাণ সমিতি, নাট্য পরিচালক চন্দ্রনাথ বিশ্বাস চাঁদু, অধ্যাপক নারায়ণ চৌধুরী, নাট্যশিল্পী রক্তিম দস্তিদার, একে পিন্টু, দেবাশিষ চৌধুরী, শিপ্রা চৌধুরী, চন্দন দাশ, নয়ন চৌধুরী, শম্ভু দাশসহ বিভিন্ন সংগঠন। প্রেস বিজ্ঞপ্তি।












