চট্টগ্রামের ক্রিকেট লিগ এখন বেশ জমজমাট। তারকা ক্রিকেটারদের মিছিল। কিন্তু নিজ জেলার ক্রিকেটের কতটা উন্নতি হচ্ছে তাতে সেটা বোধহয় বলার আর অপেক্ষা রাখে না। নাটোরের কাছে হেরে চট্টগ্রামকে বিদায় নিতে হল জাতীয় পর্যায়ের ক্রিকেট থেকে।
চট্টগ্রামের কর্মকর্তা আর ক্রিকেটারদের কাছে জেলার চাইতে ক্লাব প্রীতিই যেন বেশি। সকালে খেলে বিকেলে ক্রিকেটাররা চলে আসছে সাতক্ষীরা থেকে চট্টগ্রামে। আবার রাতে যাচ্ছে পরের ম্যাচ খেলতে। এভাবে একটি দল যে সাফল্য পেতে পারে না সেটা পরিষ্কার করে দিল চট্টগ্রাম জেলা দল। গতকাল টুর্নামেন্টের প্রথম পর্বের নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে নাটোরের কাছে ২ উইকেটে হেরে বিদায় নিল চট্টগ্রাম প্রথম পর্ব থেকে। এই ম্যাচে যে দল জিতবে তারাই যাবে পরের রাউন্ডে, তেমনই ছিল সমীকরণ। কিন্তু সে ম্যাচটি জিততে পারল না পরাক্রমশালী চট্টগ্রাম জেলা দল। দল গঠনে দ্বীনতা, ক্লাব প্রীতি, ক্রিকেটারদের উপর নিয়ন্ত্রনহীনতা সব মিলিয়ে চট্টগ্রাম জেলা দল যেন এখন হযবরল এক দল। যার ফল পাচ্ছে বছরের পর বছর। সবশেষ কবে জাতীয় ক্রিকেটে শিরোপা জিতেছে সেটা বোধহয় ভুলেই গেছে চট্টগ্রাম। এভাবে চলতে থাকলে কবে শিরোপ জিতবে সেটা অনিশ্চিত যাত্রা হয়েই থাকবে।
গতকাল প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রাম ১৬১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ৫৪ রান করে অপরাজিত থাকেন ওমর হাসান। ৩৭ রান করেন সাদিকুর। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দ্বৈন্যতা দেখিয়েছে চট্টগ্রামের বোলাররা। ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করার পাশাপাশি নিজেদের টুর্নামেন্টের পরের রাউন্ডে নিয়ে গেছে নাটোর। চট্টগ্রামের ২ জন মাত্র বোলার ২টি করে উইকেট নিয়েছেন।