বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম শাখার নব নির্বাচিত কমিটির প্রথম সভা সম্পুতি পাঁচলাইশস্থ নাটাব ভবনস্থ সূফি ফজল আহমদ গ্যালারিতে অনুষ্ঠিত হয়। সভায় নব নির্বাচিত কমিটির ২০২২–২৩ কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের কাছে কমিটির সাবেক সাধারণ সম্পাদক এম এ সবুর দায়িত্ব হস্তান্তর করেন। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ–সভাপতি এম এ সবুর, সহ–সভাপতি এস এম শামসুদ্দিন, মো. শামসুল আলম শামীম, সহ–সম্পাদক শাহজাহান সূফী, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক, প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য নোমান আল মাহমুদ, শহীদুল আলম খসরু, গোলাম মনছুর, মুজিব সম্রাট, শেখ সরওয়ার্দী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নাটাব চট্টগ্রাম শাখার পুরাতন ভবন ভেঙে নতুনভাবে ১০তলা বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছে। এতে যক্ষ্মা ক্লিনিক ছাড়াও একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে সমাজের দানশীল বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতা কামনা করা হয়েছে। সভায় নব নির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক নাটাবের প্রয়াত প্রতিষ্ঠাকালীন আজীবন সদস্য/সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের কারনেই নাটাব আজ মাতা উঁচু করে দাঁড়িয়ে আছেন। তাঁদের পথ অনুসরণ করে এই ব্রত হোক আমরা যেন যক্ষ্মা নিয়ন্ত্রনে সামগ্রিক কর্মকান্ডে নিয়োজিত থাকি। সভার শুরুতে খতমে কোরআন, দোয়া ও মিলাদ এবং বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।