যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে চট্টগ্রাম–নাজিরহাট রুটে আগামী ১ সেপ্টেম্বর থেকে আরো ১ জোড়া ট্রেন চলাচল শুরু হচ্ছে। বর্তমানে এই রুটে চলাচলরত লোকাল ট্রেনটি প্রতিদিন একবার চট্টগ্রাম থেকে নাজিরহাট গিয়ে–নাজিরহাট থেকে আবার ফিরে আসে। এই লোকাল ট্রেনটি আগামী আগামী ১ সেপ্টেম্বর থেকে দিনে দুইবার নাজিরহাট যাবে এবং দুইবার চট্টগ্রাম আসবে।
গতকাল রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, নাজিরহাট রুটের যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের নিমিত্তে ও নাজিরহাট যাত্রী কল্যাণ সমিতির আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম–নাজিরহাট–চট্টগ্রাম রুটে পরিচালিত ডেমু ট্রেন প্রায় সময় বন্ধ থাকায় বিদ্যমান লোকাল ট্রেনটির ট্রিপ বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে।
এই ব্যাপারে চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান আজাদীকে বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম–নাজিরহাট রুটে আরো একজোড়া ট্রেন চলাচল করবে। বর্তমানে যে লোকাল ট্রেনটি চলাচল করে সেটির সকালে আরও একটি ট্রিপ বাড়িয়ে দেয়া হয়েছে। আগে একবার গিয়ে একবার আসতো। এখন দুইবার যাবে দুইবার আসবে।
নতুন সূচি অনুযায়ী ট্রেনটি প্রথমে সকাল ৬টায় নাজিরহাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে। সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম পৌঁছাবে। চট্টগ্রাম থেকে ট্রেনটি আবার সকাল সাড়ে ৮টায় নাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সকাল ১০টা ২০ মিনিটে ট্রেনটি নাজিরহাট পৌঁছাবে। নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে। ট্রেনটি চট্টগ্রাম পৌঁছবে ১২টা ১০ মিনিটে। এরপর বিকাল ৫টা ৪৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম থেকে নাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। নাজিরহাট পৌঁছবে ৭টা ২০ মিনিটে।