নাজিরহাট কলেজে অনার্স শিক্ষার্থীদের নবীন বরণ

| শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর নাজিরহাট কলেজে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির (২০২৩২০২৪ শিক্ষাবর্ষ) নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) কলেজ মিলনায়তনে কলেজের অধ্যাপক লিটন ভট্টাচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জহির উদ্দিন সিদ্দিকী শাহীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করে বলেন, বিগত ১৯৪৯ সালের পর থেকে এই কলেজ থেকে অজস্র গুণীজন তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় নবাগত শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে যথাযথ শিক্ষা গ্রহণ করে আলোকিত ভবিষ্যৎ রচনায় নিজেকে দক্ষ, মেধাবী, দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রস্তুত করতে সক্ষম হবেএ দৃঢ় বিশ্বাস আমার রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন, এস. এম. ফারুক হোসেন, কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এবং শিক্ষক প্রতিনিধি অধ্যাপক এস এম কাউছার। কলেজের অধ্যাপক সৈয়দ মো: জিয়াউল হক ও অধ্যাপক শান্তা পাল এর যৌথ সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক আখতার আলম, অধ্যাপক জাহাঙ্গীর আলম ও অধ্যাপক মো. নুরুল ইসলাম প্রমূখ। সব শেষে কলেজ শিক্ষার্থীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধহাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে