নাজিরপাড়ায় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট শুরু

| বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

দক্ষিণ পতেঙ্গায় পোর্ট সিটি স্পোর্টিং ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট গত ৪ এপ্রিল রাতে পতেঙ্গা আদর্শ বিদ্যানিকেতন সংলগ্ন মাঠে উদ্বোধন করা হয়েছে। ৪০ দলের মাসব্যাপী আয়োজনের উদ্বোধন করেন নাজিরপাড়া ফুটবল একাডেমির সভাপতি মো. সোলায়মান। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক মো. আরমান পাশা, মো. হোসেন, সংগঠক মো. বশির, মো. খোরশেদ আলম, সংগঠক মো. সুমন, ক্রীড়া সংগঠক মো. বাবুল হোসেন বাবলা, টুর্নামেন্ট কমিটির মো. শওকত, শামসেদ ও সংগঠক মো. তাজুল ইসলাম। উদ্বোধনী খেলায় শাহ জামাল স্মৃতি ও ডেইল পাড়া নিউ জেনারেশনের খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে শাহ জামাল স্মৃতি জয় লাভ করে। বিজয়ী দলের কায়সার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। টুর্নামেন্টে ৪০ টি দল ১০ গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম পর্বে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ পয়েন্ট পাওয়া ২টি করে দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত হবে। দ্বিতীয় রাউন্ড হবে সরাসরি নক আউট পদ্ধতিতে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান বেড়েছে : হনুমা বিহারী
পরবর্তী নিবন্ধসাকিবকে ক্ষমা চাইতে বললেন দক্ষিণ আফ্রিকার সাংবাদিক