নাচ, গান ও আবৃত্তিতে শিল্পকলায় বিজয় উৎসব

| বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

নাচ, গান ও আবৃত্তিসহ নানা আয়োজনে শিল্পকলা একাডেমিতে চলছে বিজয় উৎসব আছে পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র, ভিডিওচিত্র ও কার্টুন প্রদর্শনীর আয়োজনও। গত সোমবার সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে শুরু হয় বিজয় উৎসবের অনুষ্ঠান, যা নাম বদল নিয়ে গত কয়েকদিন ছিল সমালোচনার কেন্দ্রে। এদিন যন্ত্রশিল্পীদের সমবেত দেশের গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। খবর বিডিনিউজের। এরপর সমবেত সংগীত ‘আলোর পথযাত্রী’সহ দেশের গান পরিবেশন করেন শিল্পীরা। আবু হেনা মোস্তফা কামালের লেখা ‘ছবি’ কবিতাটি আবৃত্তি করেন মাহিদুল ইসলাম মাহি। ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। একক সংগীত ‘যে মাটির বুকে’ ও ‘মাগো ভাবনা কেন’ পরিবেশন করেন পিয়াল হাসান। শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। একক সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা।

একক আবৃত্তি করেন দি রেইন। এদিন জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘২০২৪: ঐ নূতনের কেতন ওড়ে’ শিরোনামে একাডেমির আয়োজনে মাসব্যাপী পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র, ভিডিওচিত্র, কার্টুন প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে তিনি বলেন, বিজয়ের মাসে উৎসবের জোয়ার চলছে শিল্পকলা একাডেমিতে।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে গ্রুপ সেরা বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা অনুষ্ঠান