নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস আলম

| মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের পদ দেওয়া হয়েছে। গতকাল সোমবার নাগরিক কমিটির মুখপাত্র নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সমপ্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলম কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত হলো।

এর আগে সারজিস আলমকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সদস্য সচিব পদ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পরিত্যক্ত পুকুরে মিলল চার মোটরসাইকেল
পরবর্তী নিবন্ধ‘ঢাকা টু আগরতলা’ লংমার্চ কর্মসূচির ঘোষণা বিএনপির ৩ সংগঠনের