নাগরিক অধিকার নিশ্চিত করতে হলে প্রত্যেক প্রাপ্ত বয়স্ককে ভোটার হতে হবে

ভোটার দিবসের উদ্বোধনে এমপি মোতাহের

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, একজন নাগরিকের প্রধান পরিচয় হচ্ছে তার ভোটার আইডি কার্ড। এ কার্ডের মাধ্যমেই কোন ব্যক্তি তার নাগরিকত্ব ও ভোটারের পরিচয় বহন করে। দেশের সরকারী ও বেসরকারী বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির অবশ্যই ভোটার হতে হবে। গতকাল শনিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে পটিয়া উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে তিনি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ভোটার সেবা পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভুঞা জনী সভাপতিত্বে এতে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আরিফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহাব উদ্দীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মাজেদ, তথ্য আপা কর্মকর্তা মর্জিনা বেগম, দক্ষিণ জেলা আ’লীগ নেতা মোজাহেরুল আলম, পৌরসভা যুবলীগ নেতা শেখ বেলাল, যুবলীগ নেতা ইমরান আলম, সমাজকর্মী আমিনুল ইসলাম খান।

চন্দনাইশ : চন্দনাইশে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার পালিত কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, সাধারণ নাগরিকভোটারদের কাউন্সিলিং ইত্যাদি। এবারের প্রতিপাদ্য ছিল– ‘সঠিক তথ্যে হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপলোমেসি চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রতন সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য্য, উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সৈয়দ শিবলী ছাদেক কফিল ও সমাজসেবা দপ্তরের মাঠ কর্মকর্তা শফিউল আজিম। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্মত লাল শর্মা, মাহমুদ বিন জাফর, অর্নব দাশ, দীপ্ত বড়ুয়া, রানা সর্দার, সিফাতুল ইসলাম, আবদুল মন্নান চৌধুরী, বদরুদ্দীন তুষার, আলাউদ্দীন প্রমুখ।

লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় লোহাগাড়ায়ও ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুস শুক্কুর। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, আখতার আহমদ সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, সহকারি নির্বাচন কর্মকর্তা রাসেল দে, ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, নাজিম উদ্দিন, হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক সমশুল আলম, মো. হাসান, ফজলুল করিম ও লোকমান হাকিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রনাথধামে শিব চতুর্দশী মেলা ৮ মার্চ থেকে
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে হবে