নাগরিকদের সেবায় সরকারি প্রতিষ্ঠানের সাথে এনজিও অংশগ্রহণ বাড়াতে হবে

সিএসও এলায়েন্সের আঞ্চলিক সংলাপে মেয়র

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেননাগরিকদের জীবনমানের উন্নয়নে সবাইকে সচেতন হতে হবে। নাগরিকের পাশাপাশি এনজিও গুলোকে সরকারি সেবা কার্যক্রমে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে হবে।

কেমন নাগরিক সংগঠন চাই” শীর্ষক আঞ্চলিক সংলাপে সিটি মেয়র আরও বলেন, আগামীদিনের নাগরিক সংগঠনগুলোকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কার্যক্রম শুরু করা সময়ের দাবি। গতকাল সোমবার বিকাল ৩টায় হোটেল আগ্রাবাদে আয়োজিত সংলাপের আয়োজন করে , সিএসও অ্যালায়েন্স। সংলাপে নাগরিক সমাজসংক্রান্ত বিভিন্ন বিষয় যেমনশিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রের করণীয় বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে সিএসও অ্যালায়েন্সের নির্বাহী কমিটি সদস্য ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম গত ৫০ বছরের এনজিও সেক্টরের তুলনামূলক চিত্র তুলে ধরেন। যেখানে উঠে আসে ক্ষুদ্রঋণ সুবিধা, নারীর ক্ষমতায়ন,দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচনায় এনজিও সেক্টরের ভূমিকা।

একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম বলেন, দারিদ্র্যতে টার্গেট না করে সিস্টেমকে টার্গেট করে কাজ করে দারিদ্র্য বিমোচন করা সম্ভব এবং বৈষম্য হীন সমাজ গঠনে নিদিষ্ট বিষয় বস্তুর উপরে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনূছ, জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রামের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্টচট্টগ্রাম রেঞ্জ) রওশন আরা রব, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ আবু ঈসা আনছারী, ক্লিফটন গ্রুপ পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, মেরিডিয়ান গ্রুপ চেয়ারম্যান কোহিনুর কামাল, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) পরিচালক নুজহাত নূয়েরী কৃষ্টি, সনাকটিআইবি, চট্টগ্রামের সভাপতি মো. দেলোয়ার হোসেন মজুমদার, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ সভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া, শামসুদ্দিন ইলিয়াস, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, আইনজীবী আসিয়া, শ্রমিক নেতা এ এম নাজিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের শৈশব থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় চার আসামি গ্রেপ্তার