নাঈম হাসানের ঘূর্ণিতে কাবু খুলনা বিভাগ

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিন

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগে টানা দুই ম্যাচে জয়ের পর লিগের ষষ্ঠ রাউন্ডে এসেও দুর্দান্ত শুরু করেছে চট্টগ্রাম বিভাগ। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে দারুণ করেছে চট্টগ্রামের ছেলে নাঈম হাসান। তাই ঘূর্ণিতে কাবু হয়ে খুলনা বিভাগ তাদের প্রথম ইনিংসে অল আউট হয়েছে ২০৪ রানে। নাঈম ৪৬ রানে নিয়েছেন ৫ উইকেট। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৩১ রান করেছে চট্টগ্রাম বিভাগ। দুই ওপেনার যথাক্রমে সাদিকুর রহমান এবং পারভেজ হোসেন ইমন অপরাজিত রয়েছেন ১১ এবং ২০ রানে। দুজনই খেলেছেন ২৭টি করে বল।

সকালে টসে জিতে প্রতিপক্ষ খুলনা বিভাগকে ব্যাট করার আমন্ত্রন জানিয়েছিলেন চট্টগ্রামের অধিনায়ক। দুই ওপেনার এনামুল হক এবং অমিত মজুমদার ৪২ রান যোগ করে বিচ্ছিন্ন হন। ৬০ বলে ৩০ রান করা এনামুল ফিরতি ক্যাচ দেন নাঈম হাসানের হাতে। দলীয় ৬৬ রানে আবার নাঈমের আঘাত। এবার তার শিকার হাসানুজ্জামান। ওয়ান ডাউনে খেলতে নামা এই ব্যাটার ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। রবিউল ইসলাম খেলতে পেরেছেন মাত্র এক বল। তাকে ফেরান আগের ম্যাচে দুর্দান্ত বল করা পেসার ফাহাদ হোসাইন। এরপর মিথুনকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অমিত মজুমদার। কিন্তু তাদের জুটিটাকে ৩২ রানের বেশি হতে দিলেননা আগের ম্যাচের ম্যাচ সেরা পেসার আহমেদ শরীফ। নিজের তৃতীয় শিকার বানিয়ে নাঈম হাসান ফেরান নাহিদুল ইসলামকে। এরপর ষষ্ঠ উইকেটে আবার অমিত মজুমদারের প্রতিরোধ। এবার তার সঙ্গী শেখ পারভেজ। ৬১ রান যোগ করে এবার রনে ভঙ্গ দেন দীর্ঘ সময় ব্যাট করা অমিত মজুমদার। আশরাফুল হোসেনের বলে ইরফান শুক্কুরের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে অমিতের ব্যাট থেকে আসে ৭৫ রান। ১৯৯ বলের ইনিংসটিতে অমিত চার মেরেছেন ৯টি আর ছক্কা একটি। ১৮৩ রানে ষষ্ট উইকেট হারানোর পর নাঈম এবং আশরাফুলের ঘুর্ণিতে আর ২১ রান যোগ করতে অল আউট হয় খুলনা বিভাগীয় দল। ২৭ রান করেন শেখ পারভেজ। বাকি চার ব্যাটারের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। চট্টগ্রাম বিভাগীয় দলের নাঈম হাসান ৪৬ রানে নিয়েছেন ৫ উইকেট। প্রথম শ্রেনীর ক্রিকেটে ১৭ তম বারের মত ৫ উইকেট নিলেন নাঈম হাসান। ২০ রানে ৩টি উইকেট নিয়েছেন আরেক স্পিনার আশরাফুল হাসান। দিনের শেষভাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম বিভাগীয় দলের দুই ওপেনার সাদিকুর রহমান এবং পারভেজ হোসেন ইমন দারুন শুরু করেন। দিনের শেষের দিকের ৯ ওভার ব্যাট করে ৩১ রান নিয়ে দিন শেষ করে দুই ওপেনার। ১৭৩ রানে পিছিয়ে থাকা চট্টগ্রাম বিভাগ আজ নিজেদের ইনিংসটাকে কতদুর নিয়ে যেতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করতে সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধলাখো সৌদি প্রবাসীকে গানে গানে মাতালেন জেমস