পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় স্থানীয় এক মেয়রসহ ৬৯ জন নিহত হয়েছে। মালি সীমান্তের কাছে নাইজারের দক্ষিণ-পশ্চিমে গত মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও মালি, নাইজার ও বুরকিনা ফাসোতে সক্রিয় আইএস ও আল-কায়েদা সংশ্লিষ্ট জিহাদি গোষ্ঠীর সদস্যরাই এ হামলাটি চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। হামলায় নিহতদের মধ্যে স্থানীয় এক মেয়র এবং একটি মিলিশিয়া গোষ্ঠীর এক নেতাও আছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।