বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে এক পাহাড়ি নারীর বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতের নাম লাকি সিং (২৪)। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহত নারী উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছ বুনিয়া গ্রামের বাসিন্দা সুমং কার্বারীর মেয়ে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তের ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় পাহাড়ি সবজি বাঁশ কোড়ল সংগ্রহে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়ে। এসময় সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে লাকি সিং নামে এক পাহাড়ি নারীর বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, নিকুছড়ি সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক নারী আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঐ নারীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জেনেছি। উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত দুই মাসে একই সীমান্ত এলাকায় অন্তত ৯ জন পুরুষ ও একজন পাহাড়ি নারীর পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।