নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদেশি মদসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | সোমবার , ২৩ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ৯৬টি বিদেশি মদের বোতলসহ দুই জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুমির প্রজেক্ট এলাকা থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, উখিয়া থানার পুকুরিয়া গ্রামের শামসুল আলমের ছেলে ইলিয়াছ (৪০) ও রামু থানার ডালারমুখ গ্রামের কাশেমের ছেলে শাকিল (১৮)। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে এসব বিদেশি মদসহ দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমাহাবুবুল আলম
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় ৬ আসামি গ্রেপ্তার