বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো ৫শ’ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এসব মদ ধ্বংস করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি। বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত এসব মদ সদর ইউনিয়ন পরিষদের উত্তর পাশে ধ্বংস করা হয়েছে।
ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করে যাচ্ছে পুলিশ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।