মিয়ানমার সীমান্তবর্তী চাকঢালা সংযোগ সড়কসহ ৩১ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। গতকাল শনিবার নাইক্ষ্যংছড়িতে এসব কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, নাইক্ষ্যংছড়িতে সব হয়েছে। নতুন আরো সমস্যা দেখা দিলে তারও সমাধান হবে। জনগণ যেন শান্তিতে থাকে তার জন্যে কাজ করে যাবো। এর পরেও যদি আপনারা আমাকে ভোট নাও দেন, তবুও আমি আপনাদের পাশে থাকবো। কাজ করে যাবো। তবে ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য দিলে তাতে কান দেবেন না।
তিনি বলেন, সমস্যা অফুরন্ত। যা হয়নি তা হবে। যখন যে সুযোগ আসবে তখন তা হবে। পাহাড়ের চেহারা পাল্টে দেবো। ১ হাজার কোটি টাকার বিদ্যুৎ লাইনের প্রকল্প হাতে নেয়া হয়েছে। দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাহাড়ের কথা ভাবেন, পাহাড়ের সব জনগোষ্ঠীর জন্যে কাজ করতে সব কিছু করে যাচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি আবু তাহের কোম্পানি জানান, পার্বত্যমন্ত্রী দিনব্যাপী কর্মসূচিতে সাড়ে ৯টায় সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নাধীন ১১ বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন নাইক্ষ্যংছড়ি খালের উপর নির্মিত ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের হোস্টেল নির্মাণ ও দারুস সুন্নাহ এতিম মাদরাসার বাউন্ডারি ওয়ালের অসামপ্ত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পৌঁনে ১১টায় সুপেয় পানির ট্রিটমেন্ট প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ১১টায় নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের স্টেডিয়াম গ্যালারির উদ্বোধন করেন বীর বাহাদুর। সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা থেকে চাকঢালা সড়কের কার্পেটিং কাজ শেষে চলাচলের জন্যে উন্মুক্ত করে দেন মন্ত্রী। এরপর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের উদ্বোধন অনুষ্ঠান শেষ করে ১২টায় সীমান্তবর্তী চাকঢালা মহিছুন্নাহ দাখিল মাদরাসা মাঠে আয়োজিত স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান মো. শফিউল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার। বান্দরবান জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য।
বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যনে ওয়ান চাকের সঞ্চালনায় সমাবেশে খায়রুল বাশার, আবু তাহের কোম্পানি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।