নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৫২ কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ১১:২০ পূর্বাহ্ণ

পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, উন্নত বাংলাদেশ গড়ার জন্য যে লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ সরকার এগিয়ে যাচ্ছে তাতে করে আগামী পাঁচ বছরে বাংলাদেশ হবে হংকং, সিঙ্গাপুরের মতো উন্নত ও সুন্দর দেশ। গতকাল রোববার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক জনসভায় মন্ত্রী এসব কথা বলেন। এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রায় সাড়ে ৫২ কোটি টাকার ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মাঠে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন, জেলা পরিষদ সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাজির দেউড়ি থেকে ১৮ হাজার ইয়াবাসহ দুইজন আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩৩