নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা সামগ্রী বিতরণ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করছেন বিজিবি কর্মকর্তারা। গত রোববার বিদ্যালয়ের মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদ হোসেন।
তিনি বিদ্যালয়ের প্রথম থেকে ৫ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের মাঝে খাতা,কলম, স্কেলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবির উপ-অধিনায়ক কাজী আহাদুল ইসলাম, উপস্থিত ছিলেন সুবেদার অহেদুল ইসলাম, জোন জেসিও আব্দুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক ওমর ফারুক। প্রধান অতিথি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি এলাকার অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা,শীতার্তদের শীতবস্ত্র, ওষুধ বিতরণ,মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি প্রদান আর নানা অভিযানে অস্ত্র, মাদক উদ্ধারে এলাকায় প্রশংসিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচবি ক্যাম্পাস ক্লাবের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের ফাউন্ডেশন কোর্সের সমাপনী