নাইক্ষ্যংছড়ির ধর্মেরছড়ায় যাত্রীবাহী ও মালবাহী জিপ খাদে পড়ে জাফর আলম (৫৭) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত জাফর আলম পাইনছড়ি এলাকার আবদুল কাদেরের পুত্র। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতরা হলেন পাইনছড়ি গ্রামের নুমা প্রু (৬০), থোয়াইছি প্রু (৭০), মঞ্জুর আলম (২০), ধুই মং চিং (২৫), থোয়াইচিং প্রু (২), ছালামত উল্লাহ (২৮), আবদুল মান্নান (২০), দেলওয়ার হোসেন (২১), মংথোয়াচিং (৫০),মোহাম্মদ আমিন (১৮), রিয়াজুল আলম (৩২), বদি আলম (২১) প্রমুখ। তৎক্ষনাৎ আহত অন্যদের নাম পাওয়া যায়নি।
আহত মোহাম্মদ হাশেম বলেন, সপ্তাহিক হাটের দিন গর্জনিয়া বাজার থেকে জরাজীর্ণ জিপ গাড়িটি নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সড়কে যাত্রা শুরু করে বিকেল সাড়ে ৩ টার দিকে। এটির ভেতরে মালামাল আর ৫/৭ জন যাত্রী ছিল। আর জিপ গাড়িটির চালের উপর ছিল ১২/১৪ জন। অসম্ভব লোডিং জিপটি সড়কের পাইনছড়ি ধর্মেরছড়া প্রথম উঠনিতে পৌঁছলে হঠাৎ ব্রেক ফেল করে পাহাড়ের পাদদেশে ধাবিত অবস্থায় উল্টে যায়।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নিহত একজনকে পুলিশ উদ্ধার করেছে। আহতদের মধ্যে ১৭ জনকে কক্সবাজার হাসপাতালে ও ১ জনকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খবর পেয়ে পাইনছড়ি বিজিবি ঘটনাস্থলে যান। প্রত্যক্ষদর্শীরা বলেন, জিপ চালক রবিউল ইসলাম আহত অবস্থায় জঙ্গলের দিকে পালিয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু রায়হান বলেন, হাসপাতালে থাকা কয়েকজন ডাক্তার জরুরিভাবে চিকিৎসা দিয়েছেন আহতদের।