নাইক্ষ্যংছড়িতে বিদেশি সিগারেটসহ একজন আটক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ মোহাম্মদ জোবাইর নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে পুলিশ ঘুমধুম ইউনিয়নস্থ ইয়াহিয়া রাবার বাগানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান গেলে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় উখিয়া থাইনখালীর আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ জোবাইরকে (১৯) বিপুল পরিমাণ বিদেশী সিগেরেটসহ আটক করা হয়।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা।

পূর্ববর্তী নিবন্ধ৭ জুলাইয়ের বাস টিকিট প্রথম দিনই শেষ
পরবর্তী নিবন্ধধৈর্য ও মেধা দিয়ে নারীদেরকে সামনে এগিয়ে যেতে হবে