নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৯:১৯ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ আলম (৫০)। দুপুরে তার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন নিজ বাড়িতে নিয়ে গেছে। নিহত আলম বাইশারীর উত্তর করলিয়া মুড়া ৪ নং ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে।গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের করলিয়ামুড়া সোহেল রানার রাবার বাগান নামক স্থান থেকে নিজ বাড়িতে ফেরার পথে ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, বুধবার ভোরে নিহত ব্যক্তিটি শুকনো বাঁশ ও উলুফুল (ঝাড়ু) সংগ্রহ করতে পাহাড়ে গিয়েছিলেন। ফেরার পথে একটি বন্যহাতি তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তাকে শুঁড় দিয়ে জড়িয়ে ধরে পায়ে পিষ্ট করে ফেলে। তিনি ঘটনাস্থলে মারা যান।

বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স শুরু
পরবর্তী নিবন্ধফ্রেন্ডসকে হারিয়ে মুক্তিযোদ্ধার শুভ সূচনা