নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চার মিয়ানমার নাগরিককে পুশব্যাক

উখিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমারের চার নাগরিক যাদের তিনজন নারী ও একটি শিশু। তাদের আটক করে পুশব্যাক করেছে বিজিবি সদস্যরা। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে নাইক্ষ্যছড়ির তুমব্রু বাইশফাঁড়ী বিজিবি বিওপি সদস্যরা তাদের মিয়ানমারে পুশব্যাক করে বলে জানা যায়।

জানা যায়, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটেলিয়নের অধীনস্থ বাইশফাঁড়ী বিজিবি ক্যম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৭/এস এর নিকট আম বাগান দিয়ে মিয়ানমার থেকে চারজন অনুপ্রবেশ করছিল। এসময় বিজিবির টহল দল তিন নারী ও এক শিশুকে আটক করে। তারা রাখাইন প্রদেশের উত্তর মংডু জেলার তুমব্রু বাম টাউনশীপের ছামবালা এলাকার বাসিন্দা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

চার মিয়ানমার নাগরিক হল মাতিনোও চাকমা (২৭), লয়া অং (), ম মা অং চাকমা (২০) ও খাইংম্মা চাকমা (২৫)। আটককৃতদের দুপুর আড়াইটার দিকে একই সীমান্ত দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে মাটিচাপায় দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধভোজ্যতেলের দাম বাড়ায় সরিষার আবাদ দ্বিগুণ