নাইক্ষ্যংছড়িতে ৬০ বার্মিজ গরু জব্দ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৪৭ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি গত মঙ্গলবার রাত ১১টা থেকে গতকাল ভোর পর্যন্ত সময়ে পৃথক অভিযানে ৬০টি বার্মিজ গরু জব্দ করেছে।

উপজেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ভাল্লুকখাইয়া সীমান্তে ৪৯ পিলারের রাবার বাগান এলাকা এবং রামুর গর্জনিয়া ক্যাজর বিল এলাকায় চোরাচালান বিরোধী এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাহল আহমেদ নোবেল জানান, বিজিবি সীমান্ত পথে অবৈধভাবে আসা চোরাচালান কার্যক্রম কঠোর হস্তে দমনে তৎপর। যা চলমান। সীমান্ত এলাকায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও এভাবে অব্যাহত থাকবে।

এদিকে ১১ বিজিবি গতকাল বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তারা গত জানুযারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত গবাদিপশু ও অবৈধ সুপারি নিলামের মাধ্যমে প্রায় ২৭ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউপি সদস্য আজাদ অপহৃত হননি, অবসাদ কাটাতে গিয়েছিলেন কক্সবাজার!
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু