বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির টহলদল ৩২ নম্বর সীমান্ত পিলারের জামালেরঘের নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা হলেন– নাইক্ষ্যংছড়ির বালুখালী হেডম্যান পাড়ার কামাল হোছনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৮) এবং কক্সবাজার উখিয়া পালংখালী জুমের পাড়া এলাকার নূর হোছাইনের ছেলে মুশফিকুর রহমান (১৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করর বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।