নাইক্ষ্যংছড়িতে জমির ড্রেইন পরিষ্কার করতে গিয়ে পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম আবু বক্কর (৫৫)। গতকাল শনিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলি এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে পাহাড়ের ঢালুতে অবস্থিত নিজ খেতে যান কৃষক আবু বক্কর। জমির পানি নিষ্কাশনের ড্রেইনে কাজ করার সময় হঠাৎ পাহাড় ধসে পড়লে তাতে তিনি চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর তাকে উদ্ধার করতে সক্ষম হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। কৃষক আবু বক্কর স্থানীয় বাসিন্দা মৃত আলী মিয়ার পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।