নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সরকারি নির্দেশ অমান্য করে পাহাড় কাটাসহ ৪ অপরাধে আবুল কালাম (৪০) নামে এক ইউপি সদস্যকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজুখাইয়া ফকিরপাড়া এলাকায় ইটভাটা সংলগ্ন স্থানে পাহাড়, টিলা কাটা ও মোচনের দায়ে এ আদেশ দেন আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ –এর ধারা ৬ (খ) অনুযায়ী এ সাজা প্রদান করেন। আবুল কালাম মৃত ইমাম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম, সোনাইছড়ি ও বাইশারীতে অবৈধভাবে ১১টি ইটভাটা করে ব্যবসা করে আসছিল একদল ব্যবসায়ী। যাতে করে নানা অপরাধসহ পরিবেশ ধ্বংস করে আসছিল তারা। এরই মধ্যে হাইকোর্টে নির্দেশে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন এসব অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা করে সাইনবোর্ড টাঙিয়ে দেন। এর ১ দিন পরই ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি ও ব্যবহারের জন্য পাহাড় কাটছিল ইউপি সদস্য আবুল কালাম।
ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া আবুল কালাম পরিষদের বর্তমান সদস্য। তার মতো তো আরো অনেক রয়েছে। তাদেরও শাস্তি হওয়া উচিত। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা।