নাইক্ষ্যংছড়ির বাইশারী–ঈদগাঁও সড়কের অর্জুনবাগান এলাকা থেকে দুই যুবককে অপহরণ করেছে বনদস্যুরা। গত সোমবার রাত ১০টার দিকে তারা অপহরণের শিকার হন। এর পাঁচ ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়ার শর্তে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করা হয়েছে বলে অভিযোগ করেছেন অপহৃতদের স্বজনরা।
অপহৃতরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বাবিলের ছিদ্দিক আহমদের ছেলে রাশেদুল ইসলাম (২৪) ও লম্বাবিলের তিতার পাড়ার মোহাম্মদ আবুর ছেলে মোস্তফা কামাল (২৩)।
অপহৃতদের স্বজনরা বলেন, নিজেদের প্রয়োজনে তারা দুজন সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে ককসবাজারের ঈদগাঁও যান। সেখান থেকে ফেরার পথে বাইশারী–ঈদগাঁও সড়কের অর্জুনবাগান এলাকা থেকে তারা অপহরণের শিকার হন। এখন তাদের মারধর করা হচ্ছে টাকা আদায়ের জন্য।
এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান বলেন, বিষয়টি তিনি জেনেছেন। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।