নাইক্ষ্যংছড়িতে তোফাইল, লামায় মোস্তফা নির্বাচিত

বান্দরবানের ২ উপজেলা

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ২২ মে, ২০২৪ at ১০:২৭ পূর্বাহ্ণ

উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামায় আনারস প্রতীকে মোস্তফা জামাল (আওয়ামীলীগ) ২০ হাজার ৬৬৭ ভোট পেয়ে এবং নাইক্ষ্যংছড়িতে মোটরসাইকেল প্রতীকে তোফাইল আহমদ (জামায়াত সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান) ১৫ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। লামায় নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন মজুমদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৬ ভোট। অপরদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মো: শফিউল্লাহ পেয়েছেন ১১ হাজার ৪৩২ ভোট।

অপরদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন (চশমা) প্রতীকে ১৪ হাজার ৪৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (টিয়া পাখী) পেয়েছেন ১১ হাজার ৮৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে সানজিদা আক্তার রুনা (আওয়ামীলীগ) ১০ হাজার ৬১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদা চৌধুরীর (পদ্মফুল) প্রতীক পেয়েছেন ৯ হাজার ২৯৫ ভোট।

আর লামা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে প্রদীপ কান্তি দাশ (আওয়ামীলীগ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে সোলতানা নাজমা (আওয়ামীলীগ) নির্বাচিত হয়েছেন। তবে তাদের ভোটের হিসাব এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লামা ও নাইক্ষ্যংছড়ি দুটি উপজেলায় ভোট গ্রহণ। কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষে সংঘর্ষ, স্থানীয় যুবক গুলিবিদ্ধ