পচে গেছে আজ সমাজ সভ্যতা
মানবিকতা এখন জাদুঘরে,
সহযোগিতার হাত মুষ্টিবদ্ধ
এক ফোঁটা জল তাতে নাহি ঝরে!
ঘুষখোর ধান্দাবাজ জালিয়াত
বীভৎস পিশাচে ভরেছে সমাজ,
পাষাণের আঘাতে প্রাণঘাতী
পশুদের মাথায় পড়ুক বাজ।
কী পাপ ছিল নিষ্পাপ ময়নার
কারা নিলো তার ইজ্জত প্রাণ?
চাঁদাবাজ, নদী খেকো ভূমিদস্যু
পরের জমিনে গড়ছে দালান!
আক্রান্তের পাশে কেউ দাঁড়ায় না
সেলফিবাজিতেই সবাই ব্যস্ত,
দুর্বলের ভার বইছে না কেউ
স্রষ্টার কাছেই করলাম ন্যস্ত।