Home আজকের পত্রিকা গ্রাম-গঞ্জ নলকূপের পানি নিয়ে হামলা, দুই মহিলা আহত

নলকূপের পানি নিয়ে হামলা, দুই মহিলা আহত

0
নলকূপের পানি নিয়ে হামলা, দুই মহিলা আহত

পটিয়ায় নলকূপের পানি নিয়ে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনায় দুই মহিলা আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ছনহরা গ্রামের ৩নং ওয়ার্ডের কালি মোহন দাশের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আহতরা হলেন-একই এলাকার সুমন দাশের স্ত্রী মিনু দাশ (৩৫) ও সাজু দাশের স্ত্রী সুমী দাশ (২৬)। এ ঘটনায় পটিয়া থানায় গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় একটি অভিযোগ দায়ের করেন আহত মিনু দাশ। এ ঘটনায় একই এলাকার মৃত হাসেমের পুত্র মো. মফজল (৪২) কে অভিযুক্ত করা হয়।
অভিযোগ সূত্রে জানাযায়, গত শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি সরকারী বরাদ্দকৃত নলকূপ থেকে পানি আনতে যায় মিনু দাশ ও সুমী দাশ। একই সময়ে বিবাদী মফজলের মেয়েও পানি আনতে যায়। তাদের মধ্যে পানি নেয়া নিয়ে কথাকাটাকাটি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে মফজল সন্ধ্যায় মিনু দাশের বাড়িতে গিয়ে কয়েকজন মিলে মিনু ও সুমী দাশকে মারধর করে এবং হুমকি ধমকি দিয়ে চলে আসে। পরে স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদকে ঘটনাটি জানানো হয়। তিনি এ ঘটনার কোন সুরাহা করতে না পারায় থানায় অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানায়। এ বিষয়ে পটিয়া থানার দায়িত্বপ্রাপ্ত এএসআই আসমা উল হোসনা ঘটনাস্থলে গিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান।