নরেন আবৃত্তি একাডেমির ‘একতারার পাঠশালা’

| সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

নরেন আবৃত্তি একাডেমির উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের বাউলিয়ানা রচনা, নাচ, গান ও আবৃত্তি নিয়ে আলেখ্য অনুষ্ঠান ‘একতারার পাঠশালা’ গতকাল সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শুরুতে বক্তব্য রাখেন একাডেমির উপদেষ্টা প্রসেনিয়ামের দলীয় প্রধান ফারজানা মুনমুন। শিমলা দাশ গুপ্তার গ্রন্থনায় অনুষ্ঠানে অংশ নেন নরেন আবৃত্তি একাডেমির সদস্য সৈয়দ হোসেন বাবু, হ্যাপী চৌধুরী, সজীব দত্ত, মারওয়া আনজুমানে জান্নাত, ইসমাইল সোহান, জয়া প্রযুক্তা, আনিকা ফেরদৌস, অজয় চক্রবর্তী, জান্নাতুল মাওয়া, পার্থ সেন, আসমা উলফাত এশা, সুহাইলা অফরোজ, অহনা বিশ্বাস ও জারিন। আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিকার হাসান জাহাঙ্গীর, সমুদ্র টিটু, মনজুর মুন্না, সেলিম রেজা সাগর ও প্রিয়ম কৃষ্ণ দে।

অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন হ্যাপী চৌধুরী, আবহ সঙ্গীত পরিকল্পনা ইসমাইল সোহান, আলোক পরিকল্পনায় আজমল নবীন, মঞ্চ ব্যবস্থাপনায় প্রসেনজিৎ বড়ুয়া এবং সার্বিক তত্ত্বাবধানে আলাউদ্দিন ফরহাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা
পরবর্তী নিবন্ধকলকাতায় ফোন হারিয়ে স্ত্রীকে রাজের মেসেজ, যা বললেন পরীমণি