নরেন্দ্র লাল বড়ুয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু, গোলাপ একাদশের জয়

| শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সমিতির কোষাধ্যক্ষ অসীম কুমার বড়ুয়া অপু্থর পৃষ্ঠপোষকতায় নরেন্দ্র লাল বড়ুয়া স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট গতকাল থেকে আবুরখীল অমিতাভ হাই স্কুল মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় গোলাপ একাদশ টাইব্রেকারে ৪৩ গোলে রজনীগন্ধা একাদশকে হারিয়েছে। নির্ধারিত সময়ের খেলা ২২ গোলে ড্র ছিল। গোলাপ একাদশের বিশাল ও বিবিএ এবং রজনীগন্ধার রাজ বড়ুয়া একাই ২ গোল করেন। তিনি সেরা খেলোয়াড় মনোনিত হন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দীলিপ কুমার বড়ুয়া প্রধান অতিথি এবং আয়োজক সমিতির সিনিয়র সহসভাপতি সাজীব বিকাশ বড়ুয়া টুটুল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু্থর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা প্রকৌশলী যীশু কুমার বড়ুয়া ও সাবেক বন্দর কর্মকর্তা সরোজ বড়ুয়া রুপু। আবুরখীল খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক সত্যজিত বড়ুয়া্থর পরিচালনায় এ সময় খেলোয়াড় সমিত্থির কর্মকর্তাদের মধ্যে স্বদেশ বড়ুয়া, উচ্ছ্বাস বড়ুয়া আশু, পলাশ বড়ুয়া, প্রকাশ বড়ুয়া ও কাঞ্চন বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামবাসীকে পরিকল্পিত শহর উপহার দিতে চাই : মেয়র
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান জাকেরের আর উইকেট মেহেদীর