আজকের সকালটা ছোট্ট ছেলেটির জীবনে একটু অন্য রকম ছিলো। ঘুম থেকে আজ নিজেই উঠলো জল ভরা চোখে। প্রতিদিন তার ঘুম ভাঙতো মায়ের পরম মমতায় আদর মাখা ডাকে, মায়ের শরীরের স্নিগ্ধ গন্ধ আর মায়ের দুধের মিষ্টি গন্ধে। তারপরও যেন সেই ছোট্ট ছেলেটির ঘুম ভাঙে না, মা এসে বিছানায় শুয়ে জড়িয়ে ধরে আরও কিছুক্ষণ। আর ছেলেটি মায়ের বুকে মুখ গুজে দুধের মিষ্টি গন্ধমাখা আদর নিয়ে ঘুম থেকে জেগে ওঠে। হঠাৎ একদিন মা তাকে রেখে চলে গেল না ফেরার দেশে। ছোট্ট ছেলেটি নিজেই নিজেকে সামলাতে থাকলো নিজেকে সান্ত্বনা দিতে থাকলো। মনের অব্যক্ত বাসনা, মাকে জড়িয়ে ধরার ইচ্ছে, মনেই রেখে দিল। আজ ঘুম ভাঙাতে মা আর এলো না। আজ ঘুম ভাঙলো বিছানার সামনে রাখা মায়ের ছবি দেখে। দু’টি চোখ জলে ভরে গেল তার। ছলছল চোখে মায়ের ছবির দিকে তাকিয়ে রইলো সে। দু’নয়ন যেন মাকে খুঁজছে। চারিদিকে শূন্যতা, মা কোথায়?
নয়ন দু’টি বলছে মাগো তুমি কোথায়? ফিরে এসো, জড়িয়ে ধরো আমায়, কপালে চুমু খেয়ে ঘুম ভাঙাও আমার।