নমুনা সংগ্রহে মুক্তিযোদ্ধা সংসদকে মাইক্রোবাস দিলেন চেম্বার সভাপতি

| শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে মুক্তিযোদ্ধা সংসদকে একটি মাইক্রোবাস দিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। গতকাল বৃহস্পতিবার সকালে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের কাছে গাড়িটি হস্তান্তর করেন চেম্বার সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাফফর আহাম্মদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, কাজী মুহাম্মদ রাজিব ইমরান, আবু সাইদ মাহমুদ রনী, নমুনা সংগ্রহকারী ইমাম হোসেন, খন্দকার রাজিউর রহমান, আরিফ হোসাইন প্রমুখ। উল্লেখ্য, এর আগে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের চিকিৎসকদের জন্য একটি মাইক্রোবাস দিয়েছিলেন চেম্বার সভাপতি। এছাড়াও দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ১৫ সেট অঙিজেন সিলিন্ডার, সার্জিস্কোপ এবং আল-মানাহিল নার্চার হাসপাতালে ২টি করে হাইফ্লো নেজাল ক্যানোলাসহ প্রায় ৭ হাজার দুস্থ পরিবারের মাঝে নিতপণ্য বিতরণ করেছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪শ প্রতিবন্ধী পেল প্রধানমন্ত্রীর উপহার
পরবর্তী নিবন্ধইংরেজি বিভাগের অনলাইন সিরিজ ইউনিভার্সাল শেক্সপিয়ার আজ শুরু