পর্যটকদের জন্য সীমিত পরিসরে আগামী নভেম্বর থেকে চার মাসের জন্য খুলছে সেন্ট মার্টিন। গতকাল বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব নাসরীন জাহান এ কথা জানিয়েছেন। সেখানে প্রতিদিন ২ হাজার পর্যটক যাওয়ার সুযোগ থাকবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি, যেটা জাহাজ শিল্পের সঙ্গে ইন্টিগ্রেশন করার কাজ চলমান আছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছিলেন সচিব নাসরীন জাহান। পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সেখানে ছিলেন। খবর বিডিনিউজের।
গত এক বছর সেন্ট মার্টিনে পর্যটক নিয়ন্ত্রিত থাকার ফলে প্রাণ প্রকৃতি ফিরে আসার কথা বলছেন সচিব। তিনি বলেন, দিন শেষে আমরা সবাই বাংলাদেশি। সেন্ট মার্টিনের প্রবাল আমাদের একটা সম্পদ। গত এক বছর নিয়ন্ত্রণ করার ফলে প্রবালে কী পরিমাণ প্রাণের সঞ্চার হয়েছে সেটা আপনারা গেলে দেখতে পারবেন। তাই আমাদের পর্যটকদের জন্য একটা আচরণবিধি তৈরি করা হয়েছে। যখন আমরা দেখব সকলে পর্যটনবিধি মানছে, প্লাস্টিক কম ব্যবহার করছে, জীবাশ্মগুলো নষ্ট হচ্ছে না, তখন আমরা ধাপে ধাপে পর্যটকদের জন্য সময় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে। তবে এখন আগের বছরের মতই চলবে।
নাসরীন জাহান বলেন, আমরা প্রথম দুই মাস দিনের ট্যুর চালু করব। পরের দুই মাস রাতে থাকতে পারবে পর্যটকরা। কিন্তু প্রতিদিন পর্যটকের সংখ্যা ২ হাজারই থাকবে। এ বছর আমরা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করব। নীতিমালাটা কি শুধু সেন্টমার্টিনের জন্য কিনা, এ প্রশ্নে উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, না, দেশের যত পর্যটন স্থান রয়েছে ও পর্যটন সংশ্লিষ্ট যত কর্মকাণ্ড আছে, সেক্ষেত্রে সবার জন্য আচরণবিধি আমরা তৈরি করেছি। আগে আমাদের নিজেদের পর্যটক নিয়ে চিন্তা করতে হবে। তাদের ভ্রমণ পারিবারিক, সাশ্রয়ী, নিরাপদ ও আনন্দময় করাই আমাদের লক্ষ্য।