নভেম্বরে দ্বার খুলছে সেন্টমার্টিনের, করা যাবেনা রাত্রী যাপন

| বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:১৬ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর এলো। আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেওয়া হচ্ছে। তবে বেঁধে দেয়া হয়েছে দৈনিক গমণ সংখ্যা! প্রতিদিন ২ হাজার করে পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এ সফটওয়্যারের মাধ্যমে পর্যটকদের রেজিষ্ট্রেশন করতে হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উপদেষ্টা বলেছেন, সেন্টমার্টিনে পর্যটকদের যাওয়া নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সাথে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে। চার মাসের জন্য সেন্টমার্টিন খুলে দেওয়া হবে। প্রথম দুই মাস সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা।

তিনি আরও বলেন, দেশের পর্যটন শিল্প রক্ষার জন্য একটি পর্যটন নীতিমালা তৈরি করা হচ্ছে। এই নীতিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি হলে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ আরও সুবিধা হবে।

এর আগে সেন্ট মার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এতে সিদ্ধান্ত হয়, সেন্ট মার্টিনে যেতে হলে পর্যটকদের নিবন্ধনসহ নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। যদিও এরপর নয় মাস ভ্রমণের জন্য সেন্টমার্টিনে যাওয়া যাবে না বলে মর্মে সিদ্ধান্ত দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

পূর্ববর্তী নিবন্ধএনসিপির চট্টগ্রাম যুবশক্তির নেতাকে হুমকি, থানায় জিডি
পরবর্তী নিবন্ধআখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আনোয়ারায় এনসিপির বিক্ষোভ