নবীপ্রেমই ঐক্যের মূল ভিত্তি

বাঁশখালীর কাথরিয়ায় জশনে জুলুছে বক্তারা

| বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:০৬ পূর্বাহ্ণ

বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, গাউসিয়া কমিটি কাথরিয়া ইউনিয়ন শাখা ও চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় গত ২ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছের র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সকাল ৭টায় চুনতি বাজার হতে আরম্ভ হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত বাগমারা অলিশাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা ময়দানে মিলাদ কিয়াম ও তাবারুক বিতরণের মাধ্যমে শেষ হয়।

জুলুছ পরবর্তী মাহফিলে সভাপতিত্ব করেন মুহাদ্দিস আল্লামা আনোয়ার হোসাইন। মোহাম্মদ আমির হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাঁশখালী দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আবু বকর সিকদার, মাওলানা আব্দুর রহিম সিরাজী, মুফতি আল্লামা নেছার উদ্দিন মুনিরী আলকাদেরী, মাওলানা আব্দুল মালেক আশরাফী, গাউসিয়া কমিটি কাথরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, মাওলানা আব্দুল মজিদ আলকাদেরী, মাওলানা আব্দুর রহমান রেজভী, মাওলানা আব্দুর রহমান আলকাদেরী, সিরাজুল হক তাহেরী, মঈনুল ইসলাম ফরহাদ প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, নবী প্রেমই মুসলমানদের ঐক্যের মূল ভিত্তি। আখেরী নবী হযরত মুহাম্মদ (.) এর প্রেম যার মাঝে নেই সে প্রকৃত মু’মিন হতে পারে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা জোরদার করতে হবে’
পরবর্তী নিবন্ধশহীদ লিয়াকত স্মৃতি সংসদের সভা