সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে নবীন মেলার পক্ষ থেকে গতকাল শনিবার মেলা মিলনায়তনে সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মেলার স্থায়ী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সহ– সভাপতি সাইফুল আলম বাপ্পী, যুগ্ম সম্পাদক হারুন রশীদ, শাহ মোস্তফা কামাল পাশা, এ এন এম শফিউল আজিম মন্টি, লুৎফুনন্নেছা চৌধুরী ও অধ্যাপক সনজীব কুমার সেন। কর্মসূচিতে মোট ৫০ জনকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।