নবীন উদ্যোক্তাদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:২৮ পূর্বাহ্ণ

শহর সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের উদ্যোগে দারিদ্র্য বিমোচন কর্মসূচির অধীনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ৪৫ জন নবীন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে উন্নত জাতের গাভী পালন, ড্রেস মেকিং, কোরবানি উপলক্ষে গরু মোটাতাজাকরণ ও ক্ষুদ্র ব্যবসার জন্য ২২ লাখ ২৫ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় নগরীর হালিশহর হাউজিং এস্টেটের কেব্লকস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়। বিতরণ কার্যের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্যে শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, সরকার প্রদত্ত সুদমুক্ত ঋণের লাগসই ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে সামিল হতে হবে। সুবিধাভোগীরা ঋণ গ্রহণের পর পরবর্তী নির্ধারিত সময়ে পরিশোধ করার বিষয়েও তিনি জোর দেন। তিনি আরও বলেন, শহর এলাকার নিন্ম আয়ভুক্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং যত্নশীল সমাজ প্রতিষ্ঠা করাই সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচির মুল লক্ষ্য। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সুজিত কুমার নাথ, নিজ্জ্বল দে, রুবি আকতার, রুপনা মজুমদার, মিথেলা হক নোভা, মো. রবিউল্লাহ, আরিফ উল্লাহ, মো. তারেক হোসেন, উম্মে কুলসুম প্রমুখ। শেষে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডস্থ রঙ্গীপাড়া সমাজসেবা প্রকল্প মহল্লা, ৩৭নং উত্তর মধ্যম হালিশহর (মুনির নগর) ওয়ার্ডস্থ মুন্সিপাড়া সমাজসেবা প্রকল্প মহল্লা এবং ৩০নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডস্থ কামাল গেইট সমাজসেবা প্রকল্প মহল্লার কর্মদলের ৪৫ জন নবীন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে নগদ ২২ লাখ ২৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল হারামাইন পারফিউমসের ১৭তম আউটলেট উদ্বোধন
পরবর্তী নিবন্ধ‘আল্লাহর অলিদের কোনো ভয় নেই’