কাসেম স্মৃতি সংসদের খাবার বিতরণ

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা শহীদ আবুল কাসেমের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মহিম, কায়সার ও কাসেম স্মৃতি সংসদে’র উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচিতে ছিল কোরান তেলোয়াত, মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, কবরে পুষ্পস্তবক নিবেদন, কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত। পরে এক সংক্ষিপ্ত স্মরণসভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, শহীদ ছাত্রনেতা আবুল কাসেম চিরঞ্জীব, ছাত্র সমাজের চেতনার উৎস হয়ে চিরদিন বেঁচে থাকবে।

চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নুরুল আনোয়ারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস কেবিএম শাহজাহান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক সরোয়ার মোর্শেদ কচি, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এস এম আলম, ছাত্রসংসদের সাবেক নেতা জিয়া উদ্দিন কচি, সেলিম রেজা, খোকন চন্দ্র তাঁতী, সাইফুল ইসলাম, মো. ইসহাক, সরোয়ার জাহান, আজিম মাহমুদ চৌধুরী, শামসুল আলম লিটন, জুয়েল চৌধুরী, এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন, সাজেদুল করিম সাজু, শহিদুল ইসলাম, আবু সাহেদ, আবদুর রাজ্জাক, খোরশেদ আলম মানিক, সৈয়দ আনিসুর রহমান, হাসান আলী, কামরুল ইসলাম রাসেল, সাইদুর রহমান রাসেল, সাইদুর রহমান শাকিল, ইমাম ঊদ্দিন নয়ন, রাকিব হায়দার, শাহাদাত হোসেন হীরা, ইউসুফ আলী বিপ্লব, শাহাদাত হোসেন আবিদ, মাহতাব উদ্দিন সজীব, সাঈদ খান, জাহেদ হোসেন, এনামুল হক, তাজউদ্দিন আহমেদ, মো. আসিফ, বাপ্পী দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর চাম্বলে জেলে পল্লিতে অগ্নিদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধভূজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু