নববর্ষ হইলো শুরু
পান্তা–ইলিশ খাবো,
বাবার সঙ্গে হাতটি ধরে
মেলায় ঘুরতে যাবো।
নাগরদোলায় চড়বো আবার
দেখবো বাউলগান,
পুতুলনাচের খেলা দেখে
ভরে উঠবে প্রাণ।
কিনবো পুতুল, বাঁশের বাঁশি
কিনবো মাটির হাঁড়ি,
মন্ডা–মিঠাই খেতে খেতে
ফিরে আসবো বাড়ি।
বিলকিস নাহার মিতু | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:১৫ পূর্বাহ্ণ