রাউজানের ব্রাহ্মণহাট এলাকায় গত ২ জুলাই সন্ধ্যায় এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। ওই রাতে কে বা কারা নবজাতককে চুরি করে নিয়ে যায়। হুঁশ আসার পর পাশে সন্তানকে না দেখে দিগ্্বিদিক ছোটাছুটি করতে থাকেন ওই মা। তিনি আহাজারিও করেন।
স্থানীয়রা জানিয়েছেন, ওই নারীর প্রসব বেদনা শুরু হলে বাজারের এক ব্যবসায়ী পাশের কলোনি থেকে এক নারীকে এনে সন্তান প্রসব করান। ওই নারী চলে যাওয়ার পর রাতে নবজাতকটিকে কেউ চুরি করে নিয়ে যায়। বাজারের এক ব্যবসায়ী জানান, গর্ভবতী প্রতিবন্ধী নারী কয়েক দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। সেই থেকে ব্রাহ্মণহাট বাজারে আশ্রয় নেন। পরদিন সকালে ওই ব্যবসায়ী এসে দেখেন, নবজাতক মায়ের পাশে নেই। বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন। তারা জানান, পাশের কলোনির এক বাসিন্দা নবজাতকটিকে নিয়ে গেছে।
বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া জানান, তিনি জানতে পেরেছেন নবজাতককে বাজারের পাশের কলোনির এক পরিবার নিয়েছে। তারা বাচ্চাটির চিকিৎসা করাচ্ছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।