লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে দুই দিন আগে জন্ম নেয় সোহেল-আয়েশা ছিদ্দিক দম্পতির দ্বিতীয় সন্তান। এ নিয়ে তাদের সংসারে চলছিল আনন্দের বন্যা। কিন্তু সড়ক দুর্ঘটনায় রিকশাচালক সোহেলের মৃত্যুর মধ্য দিয়ে তা বিষাদের কালো ছায়ায় ঢেকে গেল।
জানা যায়, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে সোহেল নিজেই ব্যাটারি রিকশা চালিয়ে ৫ বছরের শিশু আবদুল্লাহকে সঙ্গে নিয়ে হাসপাতালে যাচ্ছিল। উদ্দেশ্য হাসপাতাল থেকে নবজাতক ও তার মাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস নবজাতককে নিয়ে আর বাড়ি ফেরা হল না পিতা সোহেলের। চরম্বা ও কলাউজান ইউনিয়ের সীমান্তবর্তী টংকাবতী রাবার ড্যামের পূর্ব পার্শ্বে তার রিকশার সঙ্গে একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহেল ও তার পুত্র আবদুল্লাহ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে সোহেলকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মো. সোহেল (৩২) উপজেলার চরম্বা ইউনিয়ের ওয়াহিদের পাড়ার সমশুল আলমের পুত্র। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত রিকশা চালক। স্থানীয় ইউপি সদস্য মো. শওকত ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত মিনিট্রাক ও রিকশা থানা হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর পরই মিনিট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়। তাই তাকে আটক করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।