হাটহাজারী উপজেলার উত্তর ফতেয়াবাদ নন্দীরহাটে আগামী ২০ থেকে ২২ মে তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য রামঠাকুর ধামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব করোনার কারণে স্থগিত করা হয়েছে।
গতকাল এক বিবৃতিতে রামঠাকুর ধাম পরিচালনা পরিষদের সভাপতি নির্ম্মল কান্তি দেব ও সাধারণ সম্পাদক পংকজ সাহা টিটু এ কথা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।