নন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্রের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২ ও ৩ ফেব্রুয়ারি সম্পন্ন হয়।
প্রথম দিনে মাঙ্গলিক কার্যক্রমে দিনব্যাপী কর্মসূচিতে ছিল সেবাশ্রমে গরীব শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ এবং ধর্মীয় আলোচনা। এতে ১১২ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির অনুদান প্রদান ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।
সভার উদ্বোধন করেন চুয়েটের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুনীল ধর। উৎসব উদ্যাপন পরিষদ সভাপতি নিহার মল্লিকের সভাপতিত্বে ও অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদ্যাপন সম্পাদক সুব্রত ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম, ফেরদৌস বেগম মুন্নি, অধ্যাপক ডা. বাসনা মুহুরী, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সুবাস চন্দ্র দাশ, প্রকৌশলী ঝুলন কুমার দাশ অশেষ কুমার পুরোহিত, সুব্রত বিকাশ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।