বিদেশি মদ ও ভারতীয় শাড়িসহ চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এমন খবরে অভিযান চালিয়ে টিপু দাশ নিপুন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪ বোতল বিদেশি মদ ও ৪৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার টিপু দাশ চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামের মৃত সুখেন্দু দাশের ছেলে।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর জানান, শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি মদ ও শাড়ি অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় বেশি দামে বিক্রয় করে আসছিল টিপু দাশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নন্দনকানন এলাকা থেকে টিপু দাশকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ব্রিজঘাট এলাকা থেকে আরও ১৪ বোতল বিদেশি মদ এবং ৪৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে চোরাচালান এবং মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।