নদীর নাম ইছামতি

মারজিয়া খানম সিদ্দিকা | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

নদীটির নাম ইছামতি বয়ে চলে বেঁকে

বনজঙ্গলে থামে না সে গেছে চিহ্ন রেখে।

নদী তটের ডুমুর ডালে মাছরাঙা লাল চোখে

এক নজরে চেয়ে আছে মাছটি ধরার ঝোঁকে।

আনন্দে আর ছন্দে মেতে উচ্ছ্বসিত মন

ইচ্ছে করে ডুব সাঁতারে থাকি সারাক্ষণ

পাহাড়ি ঢাল বেয়ে নামে উথাল পাথাল পানি

নৌকার মাঝি জোরসে চালায় নোঙর খুলে টানি।

গ্রীষ্মকালে খাল শুকালো নদী ভরা জলে

টইটম্বুর ঐ বর্ষা যেনো পানি উজান চলে।

ইছামতি খুব বেগবান শাল সেগুনের বনে

স্মৃতির পাতায় আজও সে যে জুড়ে আছে মনে।

পূর্ববর্তী নিবন্ধযাই উড়ে যাই দিন দিন
পরবর্তী নিবন্ধবারিক বিল্ডিং মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭